কবি, সংবাদ পাঠক, লেখক, আবৃত্তি শিল্পী ফারজানা করিমের একক আবৃত্তি সন্ধ্যায় মুগ্ধ হলেন হলভর্তি দর্শক–শ্রোতা। গতকাল শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আবৃত্তি সন্ধ্যায় তিনি তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন। ‘জলে ভাসা পদ্য’ শীর্ষক এ সন্ধ্যায় ‘আলোয় ভরা বিশ্ব’, ‘রূদ্মীলার চিঠি’, ‘সেই বাড়িটা’, ‘তোমার জন্য অপেক্ষা’, ‘আমি কী তবে জন্মান্ধ ছিলাম’, ‘একটুকু ছোঁয়া নয় সবটুকু ছোঁয়া চাই’, ‘ভাবনাগুলো ভুল কী ছিলো’, ‘এমন করে তাকিয়ে থাকিসনা’, ‘ইতি তোর অন্যা’, ‘দূর দীপবাসিনী’, ‘রুনুর আর দরজা খোলা হয়না’, ‘বোকা তারা, ‘দূরে কোথায়’, ‘আমার শহর’, ‘শেষ প্রহর’, ‘মম চিত্তে নিতি নৃত্যে’, ‘বকুল’, ‘শিয়রে রবীন্দ্রনাথ’ শীর্ষক কবিতাগুলো আবৃত্তি করেন তিনি।
ফারজানা করিমকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব প্রদীপ দেওয়ানজী, শিশির দত্ত, অসীম দাশ, কবি শুক্লা ইফতেখার, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী দিলরুবা খানম। উল্লেখ্য, শিল্প ক্ষেত্রের সব মাধ্যমে ফারজানা করিমের বিচরণ। ২০০৩ সাল থেকে তাঁর সংবাদ পড়া শুরু। নিয়মিত লেখালেখির অভ্যাস অনেক আগে থেকেই। আর আবৃত্তি মিশে আছে রক্তের সঙ্গে। ফারজানা করিমের জন্ম চট্টগ্রামে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গণমাধ্যমের প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৯২ সাল থেকে শুরু করেন মঞ্চে অভিনয়। যুক্ত ছিলেন প্রতিনিধি নাট্য সম্প্রদায়ে। চট্টগ্রাম একাডেমির জীবন সদস্য ফারজানা করিমের প্রথম কাব্যগ্রন্থ ‘পাখি পৃথিবী’। এ পর্যন্ত তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।