শিল্পকলায় জাতীয় যন্ত্রসংগীত উৎসব আজ

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ৭টি বিভাগীয় শহরে জাতীয় সংগীত উৎসবের আয়োজন করেছে। চট্টগ্রাম বিভাগ পর্যায়ে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় যন্ত্রসঙ্গীতের সকল শাখার সমন্বয়ে ‘সুরের তালে হৃদয় দোলে’ শিরোনামে ‘জাতীয় যন্ত্রসংগীত উৎসব আজ রোববার ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির উম্মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ফরিদা খানম। উদ্বোধন করবেন জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত সদস্য মো, আরিফুল ইসলাম ফরহাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করলেন ‘বাজে স্বভাব’র গায়ক
পরবর্তী নিবন্ধগুরুতর অসুস্থ সায়রা বানু