চৌধুরী জহুরুল হকের মতো বহুমাত্রিক প্রতিভা যুগে যুগে আসে না, বহুযুগ অপেক্ষা করে তবে পাওয়া যায়। সাহিত্যিক চৌধুরী জহুরুল হকের ১৬তম মৃত্যুবার্ষিক উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা ২০২৪’ –এ বক্তারা উক্ত বক্তব্য প্রদান করেন।
নাট্যপত্রিকা নাট্যমঞ্চ, নাট্যমঞ্চ রেপার্টরি নাট্যদল ও নাট্যমঞ্চ প্রকাশনের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, কবি অধ্যাপক শুক্লা ইফতেখার, নাট্যব্যক্তিত্ব সনজীব বড়ুয়া এবং নাট্যগবেষক ড. ইউসুফ ইকবাল। স্মরণসন্ধ্যায় ‘আমার অভিনয়–জীবন’ শীর্ষক স্মারকবক্তৃতা প্রদান করেন অভিনেত্রী শুভ্রা বিশ্বাস। অনুষ্ঠানে ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক সম্মাননা–স্মারক ২০২৪’ প্রদান করা হয় অভিনেতা ও নির্দেশক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান কিসলু এবং অভিনেতা ও নির্দেশক সুজিত দাশকে। অনুষ্ঠানে নাট্যপত্রিকা ‘নাট্যমঞ্চ’ নবম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। চৌধুরী জহুরুল হক রচিত গান পরিবেশন দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয় এবং তাঁর রচিত কবিতা আবৃত্তি দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। নাট্যমঞ্চ সম্পাদক জাহেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিকার প্রবীর পাল। প্রেস বিজ্ঞপ্তি