নাটক সতত ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে উচ্চকন্ঠ। বিশ্ব নাট্য ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নাটক সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছে। যে কথা যে প্রতিবাদ রাজনীতিবিদরা বলতে করতে পারে না, তা নাটক নির্দ্বিধায় নাটক উচ্চারণ করে। চট্টগ্রামের গ্রুপ থিয়েটার চর্চার বৃহত্তম নাট্যমোর্চা চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ‘বোধে ও চর্চায় হোক নাটকের জয়’ এই শিরোনামে ২২ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ১৩দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪ উদ্বোধন করতে গিয়ে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট সমাজ–বিজ্ঞানী ড. অনুপম সেন একথা বলেন।
চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার নাট্যজন মোসলেম উদ্দীন সিকদার ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু।
নাট্যকর্মী কংকন দাশ সঞ্চালিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম এবং উৎসব ঘোষণা পাঠ করেন নাট্যজন সনজীব বড়ুয়া। এর আগে বিকাল ৪টায় নগরীর এম এ আজীজ স্টেডিয়ামের সম্মুখ থেকে শোভাযাত্রা বের হয়। উদ্বোধনী দিনে মুক্তমঞ্চে রিয়া দাশ চায়নার পরিচালনায় নৃত্য পরিবেশন করে নৃত্য নিকেতন। মিলনায়তনে প্রতিনিধি নাট্য সম্প্রদায় প্রদীপ দেওয়ানজী রচিত ও হাসান জাহাঙ্গীর নির্দেশিত নাটক ‘অপেক্ষা’ পরিবেশন করে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মুক্তমঞ্চে মুক্তনাটক ‘ঢিল’ পরিবেশন করবে তির্যক নাট্যগোষ্ঠী, দলীয় নৃত্য পরিবেশন করবে স্কুল অব অরিয়েন্টাল ড্যন্স এবং সন্ধ্যা ৭টা ১৫মিনিটে মিলনায়তনে অ্যাভঁগার্ড পরিবেশন করবে নাটক ‘চে’।