উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে আজ বুধবার সন্ধ্যা ৬টায় আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান ‘জয়ন্ত–সন্ধ্যা’ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে অতিথি আলোচক থাকবেন কবি ও প্রাবন্ধিক এজাজ ইউসুফী এবং কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। আবৃত্তি ও কথামালায় অংশ নেবেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
জয়ন্ত চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করবেন স্বপন মজুমদার, প্রণব চৌধুরী, জাভেদ হোসেন, বনকুসুম বড়ুয়া, মশরুর হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, চিংলামং চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, অনির্বাণ চৌধুরী, সেলিম ভুঁইয়া, উম্মে সালমা নিঝুম, সেঁজুতি দে, আবদুল্লা ফারুক রবি, অনন্যা চৌধুরী, মাহফুজা হক স্নিগ্ধা, অথৈ রহমান ও স্নিগ্ধা বড়ুয়া। উচ্চারকের শিল্পীদের মধ্যে আবৃত্তি করবেন এ্যানি চৌধুরী, তারানা কবির মিতু, পুষ্পিতা দাশ, দিপা দাশ, হামিদ উদ্দিন, সাইয়ারা সালসাবিল, তাফসিরুল ইসলাম, কাশফিয়া কাশেম ও কাসিফ মাহমুদ। এতে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি ফারুক তাহের ও সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।