শিল্ডের যুগ ফিরিয়ে আনল একাডেমি ফুটবল রঙিন জার্সিতে বর্ণিল স্বপ্ন খুদে ফুটবলারদের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

একটা সময় ছিল যখন ফুটবল কিংবা ক্রিকেটে বিজয়ীদের বড় আকারের শিল্ড প্রদান করা হতো। আর সে শিল্ড নিয়ে এক সময় আনন্দ মিছিলও করা হতো। দর্শক ভর্তি স্টেডিয়ামের চারপাশে এই শিল্ড প্রদর্শন করা হতো। কিন্তু কালের পরিক্রমায় অনেক কিছু হারিয়ে যাওয়ার মত ক্রীড়াঙ্গন থেকে হারিয়ে গেছে সেই জনপ্রিয় পুরস্কার শিল্ড। এখন নানা রকমের ট্রফি প্রদান করা হয়। তবে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার হিসেবে এবার প্রদান করা হচ্ছে ঐতিহ্যবাহি সেই শিল্ড। অবশ্য এবারের শিল্ডটাকে একটা ফ্রেমের মাধ্যমে পরিণত করা হয়েছে ট্রফিতে। তবে চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টে এটাকে একটা নতুনত্ব বলা যায়। গতকাল সিজেকেএস কনভেনশন হলে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দেখা মিলল এই শিল্ড ট্রফির। যা অনেককেই ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই ৭০, ৮০ কিংবা ৯০ এর দশকে। টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্টান এনএইচটি হোল্ডিংস লিঃ এই ট্রফি তৈরি করেছে। যাতে তারা নতুন এক চমক উপহার দিল এই শিল্ড ফিরিয়ে এনে।

গতকাল একই সাথে উন্মোচন করা হয় টুর্নামেন্টে অংশ নেওয়া ১২ দলের জার্সিও। নানা রঙের এই জার্সি গায়ে দিয়ে ক্ষুদে ফুটবলাররা যেন বর্ণিল স্বপ্ন দেখতে শুরু করেছে। আজ মাঠে গড়াবে অনূর্ধ্ব১৩ বছর বয়সী ফুটবলারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট। যেখানে এই সব রঙিন জার্সি গায়ে দিয়ে আগামীর ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে এই সব শিশুকিশোররা। বরাবরই একটি কথা বলা হয়ে থাকে তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টি করতে না পারলে আগামী দিনের জণ্য খেলোয়াড় পাওয়া যাবেনা। কিন্তু চট্টগ্রামে তৃণমূলে খেলোয়াড়দের পরিচর্যার কাজটি করা হয় একেবারেই কম। যার ফলে এখন একরকম ধুকতে হচ্ছে চট্টগ্রামকে। বেরিয়ে আসছেনা কোন খেলোয়াড়। তবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দিন তার বক্তব্যে বলেছেন এই টুর্নামেন্টকে কেবলই একটি টুর্নামেন্ট হিসেবে দেখলে চলবেনা। এদেরকে পরিচর্যা করতে হবে। অবশ্য এ ধরনের কথা তারা প্রায়শই বলে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত কথা আর কাজের কোন মিল থাকেনা। তাই এবারে সে মিল থাকে কিনা সেটাই দেখার বিষয়। টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠার এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির অবশ্য জানিয়েছেন এইসব ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণের দায়িত্বও তিনি নেবেন। তারপরও আয়োজকদের টনক নড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়।

আজ বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে এই একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। যার উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দিন। উদ্বোধনী ম্যাচে কুয়াইশ স্পায়ার এবং শোভনীয়া ফুটবল একাডেমি। ক্ষুদে ফুটবলাররা এখন অপেক্ষায় তাদের স্বপ্নের স্টেডিয়ামে বুট জার্সি পরে নামার। তাদের চোখে স্বপ্ন নিজেকে একজন ফুটবলার হিসেবে গড়ে তোলার। যে স্বপ্ন বুকের ভেতর লুকিয়ে আছে এই সব শিশু কিশোরদের সেটা কতটা বের করে আনতে পারে আয়োজকরা সেটাই দেখার। আর সেটা পারলেই হবে এই আয়োজনের সার্থকতা। অন্যথায় সবকিছু বুলি হিসেবেই থেকে যাবে। গতকাল প্রধান অতিথি হিসেবে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি এবং জার্সি উন্মোচন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ।

এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহি সদস্য আবুল হাশেম, জি এম হাসান, নাসির মিয়া, দিদারুল আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত পাবলু, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস ভারপ্রাপ্ত ফুটবল সম্পাদক আখতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান, সরোয়ারুল আলম চৌধুরী মনি, আলি হাসান রাজু, রায়হান উদ্দিন রবেল, কাজি জসিম উদ্দিন, লুৎফুল করিম সোহেল, সিজেকেএস এবং সিডিএফএ এর কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধতামিমের ভুল চিকিৎসার তদন্ত টেকনিক্যাল লোক দিয়ে করতে চায় বোর্ড
পরবর্তী নিবন্ধসামরিক বাসে হামলায় ২৩ সিরীয় সেনা নিহত