শিলংয়ের ‘ঠাণ্ডা কন্ডিশন’ মানিয়ে নিতে তায়েফের অনুশীলন কাজে দেবে

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

ভারত ম্যাচ সামনে রেখে সৌদি আরব পৌঁছে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। এদিন মূলত লম্বা ভ্রমণক্লান্তি এড়াতে বিশ্রাম, রিকভারির দিকেই নজর দিয়েছেন হাভিয়ের কাবরেরা। পাশাপাশি সৌদির ঠাণ্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার দিকেও গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে শিলংয়েও ঠাণ্ডা কন্ডিশনে খেলতে হবে বাংলাদেশকে। বর্তমানে সেখানকার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। সৌদির তাইফ জেনারেল স্পোর্টস অথরিটি ক্যাম্পে বৃহস্পতিবার দেড় ঘণ্টা প্রস্তুতি নিয়েছে দল। প্রস্তুতির ফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম বলেছেন, সৌদিতে অনুশীলনের ফলে শিলংয়ের কন্ডিশনে মানিয়ে নেওয়া সমস্যা হবে না তাদের জন্য। সকালে নাস্তার পরে আমরা স্ট্রেচিং করেছি। এরপর একটু বিশ্রাম নিয়েছি। লাঞ্চের পরে অনুশীলন। এখানে ঠাণ্ডা আবহাওয়া। তবে আমার মনে হয়, এটার সাথে মানিয়ে নেওয়া আমাদের জন্য তেমন সমস্যা হবে না। কারণ এখানে যেহেতু আমরা ১০১২ দিন থাকব। আমার মনে হয় শিলংয়েও একই রকম কন্ডিশন থাকবে। আমাদের তেমন একটা সমস্যা হবে না।

গত সাফ চ্যাম্পিয়নশিপের আগে সৌদিতে এই কন্ডিশনে নিবিড় অনুশীলন করেছিল দল। ফলও মিলেছিল। ১৪ বছর পর সাফের সেমিফাইনালের মঞ্চে উঠেছিল বাংলাদেশ। মরু দেশটিতে গতবারের ক্যাম্পের উদাহরণ টেনে ফাহিমের সাথে সুর মিলিয়েছেন মিডফিল্ডার জনিও। সকালে রিকভারি করেছি শরীরটা ছাড়ানোর জন্য। এরপর ছোট একটা মিটিং করেছি। অনুশীলন করেছি। আবহাওয়া ঠাণ্ডা আছে। তবে এর আগেও সৌদিতে আমরা এই আবহাওয়ায় অনুশীলন করেছি। আমাদের মনে হচ্ছে শিলংয়ের ঠাণ্ডার সাথেও আমরা মানিয়ে নিতে পারব।

পূর্ববর্তী নিবন্ধ৬ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন ইয়াসির আলি রাব্বি
পরবর্তী নিবন্ধএই পলাশকে আগে দেখা যায়নি!