চীনের সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা থেকে নিজেদের প্রস্তুত ও প্রতিরক্ষা জোরদার করছে তাইওয়ান। এমন এক সময়ে তারা এ পথে হাঁটছে যখন শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের নেতা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং চেষ্টা করছেন স্বশাসিত দ্বীপটিকে নিজেদের করতলে নেওয়ার, যা তার কোনো পূর্বসূরীই করতে পারেননি। খবর বিডিনিউজের। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ইতিহাস বইয়ে নিজের নাম আরও উজ্জ্বল করতে, সম্ভব হলে শান্তিপূর্ণ উপায়ে, না হলে বলপ্রয়োগের মাধ্যমে হলেও গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে গণপ্রজাতন্ত্রী চীনের অংশ করতে শি নিজের আকাঙ্ক্ষা কখনোই গোপন রাখেননি। চলতি বছরের আগাস্টে স্বশাসিত দ্বীপটির কাছে চীনের যুদ্ধমহড়া কয়েক দশকের মধ্যে ওই অঞ্চলে সর্বোচ্চ উত্তেজনা সৃষ্টি করেছিল, দুই পক্ষের মধ্যে সংঘাতের শঙ্কা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যা ১৯৪৯ সালের গৃহযুদ্ধে মাও জে দংয়ের কমিউনিস্ট বাহিনীর হাতে মার খেয়ে তৎকালীন চীন সরকারের তাইওয়ান পালিয়ে যাওয়ার পর আর কখনোই দেখা যায়নি। সোমবার জাতীয় দিবসে দেওয়া ভাষণে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, কোনোভাবেই যুদ্ধ কোনো বিকল্প নয়।