শিরোপা হাতছাড়া হওয়ায় ‘হতবাক ও বিধ্বস্ত’ বনমাতি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

ফাইনালের আগে ফেভারিট প্রশ্নে ইংল্যান্ডের বিপক্ষে পরিষ্কার এগিয়ে ছিল স্পেন। কিন্তু মাঠের লড়াইয়ে সবকিছু এলোমেলো হয়ে যায়। ১২০ মিনিটের লড়াই শেষে পেনাল্টি শুটআউটে অবিশ্বাস্যভাবে ব্যর্থ হয় তারা। সেখানে জালে বল পাঠাতে পারেননি দলের সেরা ফুটবলার আইতানা বনমাতিও। নিজের এমন ব্যর্থতা এবং স্বপ্ন পূরণের খুব কাছে গিয়েও এভাবে শিরোপা হাতছাড়া হওয়াটা যেন মানতেই পারছেন না তারকা এই মিডফিল্ডার। তীরে এসে এভাবে তরি ডোবায় বিশ্বাসই হচ্ছে না বনমাতির। সমর্থকদের কাছে চেয়েছেন ক্ষমা। ‘আমি হতবাক হয়ে গেছি। আমরা সর্বোচ্চ দিয়ে লড়াই করেছি। নিজে পেনাল্টি মিস করায় অবশ্যই আমার ক্ষমা চাইতে হবে এবং ইংল্যান্ডকে অভিনন্দন জানাতে হবে। তবে আমরা ভালো খেলেছি। আমরা তুলনামূলক ভালো দল ছিলাম, যদিও সেটা যথেষ্ট নয় জিততে হলে জালে বল পাঠাতে হবে। আমার মতে, ইংল্যান্ড এমন একটা দল যারা ভালো না খেলেও জিততে পারে। কিছু দল আছে যাদের জেতার জন্য খুব বেশি কিছু দরকার নেই।’ পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরম্যান্স করে বনমাতি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। কিন্তু শিরোপা জিততে না পারায় এসবে আর মন ভরছে না বনমাতির। এই পরাজয়কে তিনি তুলনা করছেন গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের বিপক্ষে হারের সঙ্গে। ‘আমি বিধ্বস্ত,শিরোপা জয়ের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে আমাদের একই অভিজ্ঞতা হয়েছে।’ ‘এ মুহূর্তে এই হতাশা, এই কষ্ট খুব নিষ্ঠুর মনে হচ্ছে। মনে হচ্ছে, আমাদের সবকিছুই খুব খারাপ কেটেছে, কিন্তু আমার মতে, টুর্নামেন্টে আমরাই সবচেয়ে ভালো করেছি, সবচেয়ে ভালো খেলেছি এবং আমাদের দলেই সবচেয়ে বেশি মেধাবী খেলোয়াড় আছে।’

পূর্ববর্তী নিবন্ধনারী ফুটবলে আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধনারী দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের দিব্যা দেশমুখ