শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন প্রায় শেষ আবাহনীর

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

মুন্সিগঞ্জে বসুন্ধরা কিংসের জয়ের দিনে গোপালগঞ্জে হেরেছে আবাহনী। আর তাতে শিরোপা পুনরূদ্ধারের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল দলটির। মুক্তিযোদ্ধার কাছে ১০ গোলে হেরেছে আবাহনী। এরফলে ১৩ ম্যাচ শেষে বসুন্ধরার সাথে পার্থক্য এখন ১০ পয়েন্টের। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফাইনালে উঠতে না পারা আবাহনী চোখ রেখেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা উদ্ধারে। কিন্তু ৬ বারের চ্যাম্পিয়নরা শুরু থেকে পিছিয়ে পড়তে থাকে। এরই মধ্যে দুই ম্যাচ হেরে ও ৩ ম্যাচ ড্র করে ১২ পয়েন্ট খুইয়ে বসেছে আকাশীনীলরা।গতকালের হারটা কোমর ভেঙে দিয়েছে তাদের। এখান থেকে সোজা হয়ে দাঁড়ানো কঠিন মারিও লেমসের দলের। আবাহনী গোল খেয়েছে ইনজুরি সময়ে অষ্টম মিনিটে। নাইজেরিয়ান এমানুয়েল উজোচুকুর গোলটি অপ্রত্যাশিত জয় এনে দেয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

রেলিগেশনের শঙ্কায় থাকা মুক্তিযোদ্ধা বড় এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ থেকে উঠে এসেছে ৭ নম্বরে। আবাহনীর ১৩ ম্যাচে পয়েন্ট ২৭। রহমতগঞ্জকে হারিয়ে কিংস ৩৭। এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২১ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে। শেখ জামালের গোল করেছেন গাম্বিয়ান সুলেইমান শিলাহ ও উজবেকিস্তানের ওতাবেক। পুলিশের গোল করেছেন শেখ বাবলু। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের ৫০০ তম ওয়ানডে জয়
পরবর্তী নিবন্ধলিগ শিরোপার আরো কাছে বসুন্ধরা কিংস