শিরোপা ধরে রাখতে মাঠে নামছে আবাহনী

প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে আজ। সকালে এম.এ.আজিজ স্টেডিয়ামে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মীর্জা সালমান ইস্পাহানী। এই লীগে ১২টি দল অংশগ্রহন করছে।

দলগুলো হচ্ছে- চট্টগ্রাম আবাহনী লিঃ, পাইরেটস অব চিটাগাং, ফ্রেন্ডস ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ইস্পাহানী এস সি, রাইজিং স্টার ক্লাব, শহীদ শাহজাহান সংঘ, চবক ক্রীড়া সমিতি, সিটি কর্পোরেশন একাদশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রাইজিং স্টার ক্লাব জুনিয়র। দলগুলো সরাসরি লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী লিঃ এবং রাইজিং স্টার ক্লাব। এবারের লীগের বাজেট নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ ঊনিশ হাজার টাকা। লিগের স্পন্সর ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সিংহভাগ অর্থ প্রদান করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে রোড মার্চের উদ্বোধনী সমাবেশ
পরবর্তী নিবন্ধআ. লীগ নেতা ফজলুল হক চেয়ারম্যানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ