দক্ষিণ এশিয়ার তরুনদের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ দল। এরই মধ্যে অপরাজিত থেকে গ্রুপ পর্ব থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। আর সে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন এবং স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অবশ্য গ্রুপ পর্বে ভারতকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে এসেছে বাংলাদেশ। আর সেই জয়ই শিরোপা জয়ে বাংলাদেশকে অনুপ্রেরণা যোগাচ্ছে । শুধু তাই নয় সাফের শিরোপা জিতেই দেশে ফেরার স্বপ্ন বুনছে পল স্মলির দল। গ্রুপ পর্বে বাংলাদেশ দল খেলেছে অসাধারন ফুটবল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে ৪-১ গোলে। ভারতের বিপক্ষে জয়টা ছিল ২-১ গোলের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের সাথে ১-১ গোলে ড্র করে অপরাজিত থেকে ফাইনালে জায়গা করে নেয়। এখন ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জেতার স্বপ্নে বিভোর বাংলাদেশ দল। টুর্নামেন্টের শুরু থেকে যে পারফরম্যান্সে করেছে বাংলাদেশ তাতে দারুন আত্মবিশ্বাসী দলের ম্যানেজার বিজন বড়ুয়াও। তিনি জানিয়েছেন শুরু থেকেই আমাদের দলটা ভারসাম্যপূর্ণ ছিল এবং আমি এটা আগে থেকে বলে আসছি। আমি নিজেও খেলোয়াড় ছিলাম। তাই এই ছেলেদের অনুশীলন দেখেই বুঝতে পেরেছিলাম যে এরা ফাইনাল খেলবে। অনুশীলনে সব খেলোয়াড় উজ্জীবিত ছিল। এখন শেষটা রাঙানোর অপেক্ষা।
এদিকে দলের কোচ পল স্মলিং তার পরিকল্পনা সাজাচ্ছেন ফাইনালে জয়ের জন্যই। আর সে জন্যই খেলবে বলে জানিয়েছেন তার দল। কোচ এবং ম্যানেজার দুজনেরই বখা একটাই। আর তা হচ্ছে ফাইনালে আমরা অবশ্যই জিততে চাই। রাউন্ড রবিন লিগে আমরা যেমন ভারতের বিপক্ষে জিতেছিলাম সেই একইভাবে জিততে চাই ফাইনালেও। কোচ সেভাবে পরিকল্পনা সাজাচ্ছেন। যদিও কার্ডের সমস্যার কারণে ফাইনাল মিস করবেন বাংলাদেশের মিডফিল্ডার শহিদুল ইসলাম। এছাড়া শংকা জেগেছে টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলামকে নিয়েও। ইনজুরির কারনে ছিটকে যাওয়ার সম্ভবনাও রয়েছে তার। দলের অপরিহার্য এই দুই সদস্যকে পাওয়া না গেলেও আত্মবিশ্বাসের কমতি নেই বাংলাদেশ শিবিরে । তবে এতেও চিন্তার কোনো কারন দেখছেন না বিজন। তিনি বলেন, দলে একটু সমস্যা আছে। যেহেতু শহীদুল ইসলাম গত ম্যাচে লাল কার্ড পেয়েছে। মিরাজুল ইসলামের একটু ইনজুরি আছে। এর বাইরে সবাই সুস্থ আছে। তবে আমার মনে হয়, আমাদের দলে যত খেলোয়াড় আছে, তারা ১৯-২০। এখানে কোনও সমস্যা হবে না। কোচও সেভাবে পরিকল্পনা সাজাবেন। আশা করি ফাইনাল আমরা জিতবো। ২০১৭ এবং ২০১৯ সালে দুইবার ফাইনালে খেলেছিল বাংলাদেশ দল। কিন্তু একবার নেপাল এবং আরকেবার ভারতের কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় বাংলাদেশ দলকে। তবে এবারে আর খালি হাতে ফিরতে চায়না বাংলাদেশ। নতুন ইতিহাস রচনা করে ট্রফি নিয়েই ফেরার স্বপ্ন বাংলাদেশের।