শিরোপা জিতে এক মওসুম পরেই আবারো প্রিমিয়ারে রাইজিং জুনিয়র

১ম বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

এক মওসুম পরেই আবারো প্রিমিয়ারে লিগে খেলার সুযোগ করে নিয়েছে রাইজিং স্টার জুনিয়র। কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগের শিরোপা লাভের সুবাদে রাইজিং স্টার জুনিয়রের এ সাফল্য। গতকাল মঙ্গলবার সুপার ফোর পর্বের শেষ খেলা ছিল রাইজিং স্টার জুনিয়র এবং শতাব্দী গোষ্ঠীর মধ্যে। যে দল জিতবে সে দলই শিরোপা জিতবে এমন ছিল সমীকরণ। কারণ দু’ খেলা শেষে শতাব্দী গোষ্ঠীর পয়েন্ট ছিল ৪ এবং রাইজিং স্টার জুনিয়রের ৬। কিন্তু গতকাল সকালে সেই গুরুত্বপূর্ণ খেলাটিতে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বেলা ২.৩০টায় আম্পায়ারদ্বয় খেলা পরিত্যক্ত ঘোষণা করে। খেলা পরিত্যক্ত হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পায়। এতে করে রাইজিং স্টার জুনিয়র সুপার ফোর পর্বে ৩ খেলা শেষে সর্বোচ্চ ৭ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করে। তাতে তারা আগামী অর্থাৎ ২০২৪২৫ মওসুমে প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলবে। উল্লেখ্য এক মওসুম বাদেই আবারো প্রিমিয়ার লিগে ফিরে গেল রাইজিং স্টার জুনিয়র। ২০২২২৩ মওসুমে তারা প্রিমিয়ার লিগে খেলেছিল। লিগ শেষে সেবার তারা প্রিমিয়ার থেকে নেমে গিয়েছিল ১ম বিভাগ লিগে। ফলে ২০২৩২৪ মওসুমে অর্থাৎ এ বছর তাদের প্রথম বিভাগ লিগে খেলতে হয়। আবার এবছর প্রথম বিভাগের শিরোপা জিতে পুনরায় প্রিমিয়ার লিগে ফিরে গেছে তারা। রাইজিং স্টার জুনিয়রের এ সাফল্যের পেছনে ছিলেন সাবেক সংসদ সদস্য এবং ক্লাবের সভাপতি নোমান আল মাহমুদ, রাইজিং স্টার ক্লাবের সম্পাদক মো. শাহাজাহান, ক্লাব কর্মকর্তা ও সাবেক ক্রিকেটার সাধন চন্দ্র দুবে এবং আবুল হাশেম রাজার অবদান। এদিকে বৃষ্টিতে কপাল পুড়েছে শতাব্দী গোষ্ঠীর। তিন খেলা শেষে ৫ পয়েন্ট পেয়ে তাদেরকে রানার্স আপের ট্রফিতে সন্তুষ্ট থাকতে হয়। সুপার ফোরের অপর দুই দল কোয়ালিটি স্পোর্টস ৩ খেলায় ৪ এবং সমান খেলায় সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা কোন পয়েন্ট পয়েন্ট পায়নি। ১ম বিভাগ থেকে অবনমিত হয়েছে দুটি দল নিমতলা লায়ন্স ক্লাব এবং শতদল জুনিয়র ক্লাব। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস সহসভাপতি রাকিব হাসান। রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট সম্পাদক এ কে এম আব্দুল হান্নান আকবর। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলী আব্বাস, বিশেষ অতিথি মো. শহীদুল ইসলাম ও অনুষ্ঠানের প্রধান অতিথি রাকিব হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, মোহাং শাহজাহান, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আকতারুজ্জামান, মো. এনামুল হক, সিজেকেএস কাউন্সিলর প্রবীণ কুমার ঘোষ, মো. আবুল হাসেম রাজা, ওয়াসিম কামাল রাজা, মো. আরিফ সহ কনফিডেন্স সিমেন্ট লি: এর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইরিশদের বিপক্ষে বিশ্বকাপ শুরু আজ ভারতের
পরবর্তী নিবন্ধউগান্ডাকে গুড়িয়ে দিয়ে শুরু আফগানিস্তানের