শিরোপা অক্ষুন্ন রাখলো কক্সবাজার জেলা

বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

নিজেদের মাঠে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা অক্ষুন্ন রেখেছে কক্সবাজার জেলা। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে গতকাল রোববার জয় পায় স্বাগতিক কক্সবাজার। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনালে স্বাগতিকরা ১০ গোলে অপর প্রতিদ্বন্দ্বি কুমিল্লা জেলাকে পরাজিত করে। কক্সবাজারের বাপ্পীর দেয়া একমাত্র গোল দু’দলের ব্যবধান গড়ে দেয়। এ টুর্নামেন্ট সর্বশেষ ২০১৫ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালেও কক্সবাজার ২১ গোলে নোয়াখালী জেলাকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছিল। গতকাল রোববার তীব্র গরমে অতিষ্ঠ দর্শক স্বাগতিক দলকে উৎসাহ যোগাতে মাঠে হাজির ছিল উল্লেখযোগ্য সংখ্যায়। খেলোয়াড়রাও দর্শকদের বঞ্চিত করেননি। নিজ দলের ট্রফি জয়ে তারা আনন্দ উদযাপন করার সুযোগ পান। তবে ফাইনাল খেলা ঠিক ফাইনালের মতো হয়নি। অনেকটা সাদামাটা ছিল। তীব্র তাপদাহে ও মাঠের ক্রটির কারণে উভয় দলের খেলোয়াড়রা স্বাভাবিক খেলা উপহার দিতে পারেননি। আক্রমণের দিকে থেকে স্বাগতিকরা এগিয়ে থাকলেও কুমিল্লা দলের ফরোয়ার্ডরা ছিলেন একদম পিছিয়ে। খেলার ৫ম মিনিটে ডানপ্রান্ত থেকে সাগরের সেন্টার করা বল বক্সে আসলে বিপজ্জনক হওয়ার আগেই কুমিল্লার গোলরক্ষক ধরে নেন। প্রধমার্ধের অতিরিক্ত সময়ে গোলের দেখা পায় কক্সবাজার। কর্নার থেকে উড়ে আসা বল গোলরক্ষক ফিরিয়ে দিলেও বক্সের বাইরে আয়ত্বে নেন আমির হাকিম বাপ্পী। তার দুর্দান্ত শট গোলরক্ষকের সামনে ড্রপ খেয়ে জালে ঢোকে ()। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও স্বাগতিকরা আর গোল পায়নি। সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ট্রফিসহ নগদ ৩০ ও ২০ হাজার টাকা প্রাইজমানি পায়। কক্সবাজার জেলা দলের গোলরক্ষক সাঈদি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও কৌশিক বড়ুয়া ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার লাভ করেন। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাউদ্দিন, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব সাংবাদিক শাহনেওয়াজ রিটন, কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. আলাউদ্দিনসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আছাদ আলীর ওরশ আজ