বিসিবি প্রেসিডেন্টস কাপ আজ থেকে শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ে শীর্ষ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট জিততে চান মাহমুদউল্লাহ রিয়াদ,নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল-প্রত্যেকেই। শনিবার মাহমুদউল্লাহ বলেন, ‘আশা আছে তো অবশ্যই চ্যাম্পিয়ন হবার। তারচেয়েও বড় কথা এটা আমাদের দেশের সবচেয়ে প্রমিজিং এবং অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলি সবদিক দিয়েই সেরা খেলোয়াড়দের টুর্নামেন্ট। এটা আমাদের নিজেদের ভেতর একটা ভালো প্রতিযোগিতা, আমাদের প্রমাণের জন্য। অনেকদিন পর যেহেতু আমরা মাঠে নামছি আমাদের সবার ভেতরই তো একটা কৌতুহল কাজ করবে। আপনি উৎসাহ বলতে পারেন বা যেভাবে আপনি বর্ণনা করতে চান, তো সেদিক থেকে বলি এটা ভালো একটা দিক।’
অন্যদিকে তার প্রতিপক্ষ দলের অধিনায়ক শান্ত বলেন, ‘প্রত্যেকটা টিমই ভালো। অবশ্যই প্রত্যাশা অনেক বেশি। আমাদের যেই দল হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। আশা করছি আমরা যদি ন্যাচারাল খেলাটা খেলতে পারি তাহলেই ভালো কিছু হবে।’ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এ টুর্নামেন্টকে প্রতিযোগিতামূলক এক আসর বলেই মনে করছেন। তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় না যে, এটাকে কেউ একটা অনুশীলন ম্যাচ কিংবা নরমাল একটা টুর্নামেন্ট হিসেবে মনে করবে। বাংলাদেশের হয়ে খেলতে নামলে যেমনটা সিরিয়াস থাকি, তেমই থাকবো। ওই লেভেলের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ।’ তবে শেষ হাসি হাসতে চান তামিম। তাই মুখে এমন কথা, ‘যেহেতু টুর্নামেন্টে আমরা একটা প্রতিদ্বন্দ্বী দল, তাই চ্যাম্পিয়ন হওয়াই আমাদের ইচ্ছা। যেটা বললাম, ইচ্ছে তো সবারই থাকবে; কিন্তু দিনশেষে যে মাঠে ভালো খেলবে সেই জিতবে।’
দর্শক নিয়ে তামিম বলেন, ‘দর্শক অবশ্যই মিস করবো। দেশের পরিস্থিতি ভালো থাকলে অবশ্যই দর্শকরা উপভোগ করতেন। এই পরিস্থিতিতে দর্শকদের মাঠে আসার সুযোগ নেই। তারা আসতে পারলে আমাদেরও ভালো লাগতো। তবে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে খেলাটা দেখতে পারবেন দর্শকরা। আশা করি, বাসায় বসে টুর্নামেন্টটা উপভোগ করবেন তারা।’ মিরপুর স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি।