করোনাকালে মরুর বুকে ঝড় তুলতে কাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটের নতুন সংস্করন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। আর ক্রিকেটের এই নতুন সংস্করনের টুর্নামেন্টে অংশীদার হয়ে আছে চট্টগ্রামের দল বাংলা টাইগার্স। আগামীকাল টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে বাংলা টাইগার্স। প্রতিপক্ষ দিল্লী বুলস। ক্রিকেটের এই নতুন সংস্করনের গত আসরে অংশ নিয়ে সেমিফাইনাল খেলেছিল বাংলা টাইগার্স। এবার তাদের লক্ষ্য শিরোপা জেতা। এবারই বাংলাদেশের একাধিক ক্রিকেটার খেলছে এই টুর্নামেন্টে। যেখানে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন দুই তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান। এদের মধ্যে আফিফ হোসেন ধ্রুব বাংলা টাইগার্সের আইকন প্লেয়ার। যা বাংলা টাইগার্সের জন্য অনেক বড় গৌরবের বলে মনে করছেন দলটির ওনার ইয়াছিন চৌধুরী। গত আসরে দেশের কোন ক্রিকেটার ছিলনা দলটিতে। তবে এবারে জাতীয় দলের দুই তরুন ক্রিকেটারের পাশাপাশি সারা বিশ্বের নামি দামি সব তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। লক্ষ্য শিরোপা জেতা। দলটির ওনার ইয়াছিন চৌধুরী জানান টুর্নামেন্টের সেরা বোলিং লাইন নিয়ে মাঠে নামছে তার দল। যে দলটিতে থাকছে দুই আফগান স্পিনার মুজিব উর রহমান এবং কাইস আহমেদ। সাথে থাকবে বাংলাদেশের দুই তরুন অল রাউন্ডার আফিফ এবং মেহেদী হাসান। করিম জানাত, মোহাম্মদ ইরফান, ডেভিড ওয়েইসদের মত পেস বোলার থাকছে দলটির বোলিং আক্রমণে।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করনের দুই দুর্দান্ত ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং জনসন চার্লস করবেন বাংলা টাইগারের ইনিংসের সুচনা। সিরাজ সুরি, এডাম হোস, আফিফ, মেহেদী হাসানের মত ব্যাটসম্যান রয়েছে দলটিতে। আর তাদের ঘিরেই শিরোপা স্বপ্ন দেখছেন ইয়াছিন চৌধুরী। ক্রিকেটের অন্তপ্রান এই মানুষটি জানান এরই মধ্যে দলের সব ক্রিকেটার মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছে। তিন দিনের কোয়ারেন্টাইন পার করে গত সোমবার থেকে অনুশীলনও শুরু করেছে ক্রিকেটাররা। পল ফারব্রেসের মত কোচ, লেন্স ক্লুজনারের মত টিম ডিরেক্টর আর শ্রীরাম সৌম্যঝোলার মত ম্যানেজারের নেতৃত্বে বাংলা টাইগার এবারে পুরোপুরি পেশাদারিত্ব নিয়ে টুর্নামেন্ট শুরু করছে প্রথম দিন থেকেই। ইয়াছিন চৌধুরী জানান যেহেতু ১০ ওভারের ক্রিকেট কাজেই তার দলের ভাল করার সুযোগ রয়েচে। দলের বেশিরভাগই ক্রিকেটার বয়সে তরুন। একই সাথে তারা স্ব স্ব দেশের হয়ে নিয়মিত পারফর্ম করে আসছে। আর সেটাই স্বপ্নটা বড় করে দেখাচ্ছে ইয়াছিন চৌধুরীকে। চট্টগ্রামের মানুষে ভলা মধ্য প্রাচ্যের এই দেশটি। আর সেখানে আরো একবার দেশের সম্মানকে উর্ধে তুলে ধরতে চায় বাংলা টাইগার্স।