শিরোপার পথে আরো এগিয়ে গেল শতদল, বাকলিয়া-নওজোয়ান ড্র

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৯:০২ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে শিরোপা প্রত্যাশী শতদল ক্লাব আরো এক ধাপ এগিয়ে গেছে। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শতদল ২-১ গোলে রাইজিং স্টারকে পরাজিত করে। এ জয়ের ফলে শতদল ক্লাব ৭ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। পরাজিত রাইজিং স্টার ক্লাব ৭ খেলায় পেয়েছে ৭ পয়েন্ট। গতকাল খেলা শুরুর ২৮ মিনিটে প্রথমে এগিয়ে যায় শতদল। এ সময় ডান পাশ থেকে সতীর্থের কাছ থেকে গোলবক্সের সামনে পান দিদারুল ইসলাম। সে দ্বিতীয় বার দিয়ে বল জালে দেন (১-০)। খেলার ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শতদলের নিশাদ (২-০)। এ সময় রাইজিং স্টারের রক্ষণভাগের খেলোয়াড়দের দুর্বল ভূমিকা লক্ষ্য করা যায়। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে রাইজিং স্টারের হয়ে একটি গোল পরিশোধ করেন আবদুল হালিম (২-১)। গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শতদল ক্লাবের খেলোয়াড় দিদারুল আলম। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। দিনের অপর খেলাটি বাকলিয়া একাদশ এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নেয়। এতে করে ৭ খেলা শেষে বাকলিয়ার পয়েন্ট হয়েছে ৫। অন্যদিকে সমান খেলায় নওজোয়ানের পয়েন্ট ১১। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাকলিয়া একাদশের খেলোয়াড় মো. রুবেল। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর আরিফ আহমেদ চৌধুরী। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৪.৩০টায় প্রথম খেলায় অংশ নেবে কল্লোল সংঘ এবং ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব। সন্ধ্যা ৬.৩০টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে কর্ণফুলী ক্লাব এবং আগ্রাবাদ কমরেড ক্লাব। দুটো খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠান জানুয়ারিতে
পরবর্তী নিবন্ধহকিতে বন্দর সাদা দলের জয়লাভ সুপার ফোরে বক্সিরহাট ইয়ংমেন্স ক্লাব