শিরোপার জন্য লড়বে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১১:২৭ পূর্বাহ্ণ

বিপিএলের গত মৌসুমে বসুন্ধরা কিংসকে একটু চাপে রেখেছিল, চ্যালেঞ্জ জানিয়েছিল কেবল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আসছে মৌসুমে আরও ভালো ফলের প্রত্যাশা সাদাকালো জার্সিধারীদের। দলটির কোচ আলফাজ আহমেদও প্রত্যয়ী কণ্ঠে জানালেন, গত মৌসুমের চেয়ে এবার আরও ভালো ফল পেতে চান তিনি। দলবদলের শেষ দিনে গত বৃহস্পতিবার ঘর গুছিয়ে নিয়েছে মোহামেডান। মোট ৩৭ জন ফুটবলারের নিবন্ধন করিয়েছে তারা। অধিকাংশ দল যেখানে ৩০ থেকে ৩৫ জন নিয়ে দল গুছিয়েছে, তাদের তুলনায় মোহামেডান বেশি সংখ্যক ফুটবলারের ঠাঁই দিয়েছে। আলফাজ বলেন ক্ষমতার পালাবদলে ক্লাব পর্যায়ে সংকট তৈরি হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র দলবদল থেকে সরে দাঁড়ানোয় অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যায়। আলফাজ জানালেন, তারা চেষ্টা করেছেন খেলোয়াড়দের সুযোগ করে দিতে। আসলে যখন দুইটা ক্লাব দল না গড়ার সিদ্ধান্ত নিল, তখন আমরা চেষ্টা করেছি, কয়েকজন খেলোয়াড়কে একটু জায়গা দেওয়ার। এ কারণে ৩৭ জনখেলোয়াড় দলে টেনেছি আমরা। দল নিয়ে আমি খুশি, যাদের নিয়েছি, তাদের অধিকাংশই তরুণ খেলোয়াড়। ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি, জয়নাল আবেদিন, মিডফিল্ডার রহিম উদ্দিনের মতো তরুণদের গায়ে উঠছে মোহামেডানের জার্সি। অভিজ্ঞ সুলেমানে দিয়াবাতে, ইমানুয়েল সানডে, ইমানুয়েল টনি, মোজাফ্‌ফর মোজাফ্‌ফরভ থেকে গেছেন আগের ঠিকানাতেই। গত লিগে দিয়াবাতে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। মালির এই ফরোয়ার্ড গোল করেছিলেন ১৭টি। তার চেয়ে দুই গোল বেশি ছিল চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টের। ২০০২ সালে সবশেষ লিগ জেতা মোহামেডান ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর এই ট্রফির স্বাদ পায়নি। চার মৌসুমে তারা হয়েছিল লিগ টেবিলে দ্বিতীয়। ২০২২২৩ মৌসুমে ফেডারেশন কাপ জেতা মোহামেডান গত মৌসুমে ফাইনালে উঠলেও মুকুট ধরে রাখতে পারেনি। হেরে যায় বসুন্ধরা কিংসের বিপক্ষে। স্বাধীনতা কাপের ফাইনালেও কিংসের বিপক্ষে হেরে স্বপ্ন ভাঙে তাদের। ব্যর্থতার এই বৃত্ত এবার ভাঙতে চান আলফাজ। তবে আগে গত মৌসুমের অবস্থান ধরে রাখতে চান সাবেক এই তারকা স্ট্রাইকার। পরে ভাবতে চান বাকিটা।

মোহামেডানের লক্ষ্য তো সবসময় ভালো ফল করার। গতবার আমরা প্রত্যাশার চেয়েও ভালো ফল করেছি। তার আগের মৌসুমে লিগে আমরা চতুর্থ হয়েছিলাম। গতবার হয়েছিলাম দ্বিতীয়। এই ফল ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার জন্যও লড়াই করব আমরা। সমর্থকদেরও একটু বুঝতে হবে। বসুন্ধরা কিংস এখনও ভালো দল। তারা লিগের চ্যাম্পিয়ন। তাদেরকে হারানো কঠিন ব্যাপার। তবে আমরা চেষ্টা করব সেরা ফল পেতে। কীভাবে বসুন্ধরাকে হারানো যায়, সেই পথ আমরা খুঁজব। সর্বোচ্চ চেষ্টাই আমরা করব ওদের হারাতে। এবার মোহামেডান ছেড়েছেন শাহরিয়ার ইমন, হাসান মুরাদসহ মোট চার জন। আলফাজের মনে হচ্ছে, তাদের শূন্যতা পূরণে মানসম্পন্ন তরুণদের দলে ভিড়িয়েছেন তিনি। আবাহনীর রাফি, রহিম, শেখ জামালের দিপু, রাজীবদের মতো কয়েকজন নতুন খেলোয়াড়কে নিয়েছি। আমাদের যে চার জন চলে গেছে, তাদের চেয়ে বেশি ভালো মানের প্লেয়ারই পেয়েছি আমরা। দল নিয়ে আমি খুশি, দলে অধিকাংশ খেলোয়াড়ই তরুণ।

পূর্ববর্তী নিবন্ধআগুনে পুড়ে স্বপ্নহীন আবাহনী
পরবর্তী নিবন্ধবন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা ক্রিকেট বোর্ডের