শিরোপার একেবারেই কাছে ইফতেখার

চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপ

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের একেবারেই কাছে ইফতেখার আলম। তিনি গতকাল সপ্তম রাউন্ডের খেলায় টুর্নামেন্টের শীর্ষ খেলোয়াড় ফিদে মাষ্টার আবদুল মালেক পরাজিত করে শিরোপার কাছে চলে যান। তার পয়েন্ট এখন ৭। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দিব্য দাশ ও তুষিন তালুকদার। ৫.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফিদে মাষ্টার আবদুল মালেক, রাব্বি সেলিম, সাইফুল আজম, উন্মিয়া বিনতে লুবাবা এবং সুদীপ্ত রায়। ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অনিন্দ্য রিক, তাসপ্রিয়া প্রিমা, মুজিবুর রহমান, বাবলু চাকমা, উষাসিং চাকমা, রিক কিশোর ও জাহাঙ্গীর আলম। ৭ম রাউন্ডের দিনের অন্যান্য খেলায় দিব্যা দাশপরাজিত করে অনিন্দ্য রিককে। এছাড়া তুষিন তালুকদারতাসপ্রিয়া প্রিমাকে, রাব্বি সেলিমআফরাজকে, সাইফুল আজমসুবাহ সরকারকে, লুবাবাসুপ্রতিককে, সুদীপ্তমাহবুবকে, মুজিবুরহান্নানকে, বাবলুমিত্রকে, উষাসিংজাকিরকে, রিক কিশোরবাদশাকে, জাহাঙ্গীরতাহসিনকে পরাজিত করে। টুর্নামেন্টের শীর্ষ ৬জন দাবাড়ু চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে আসন্ন ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের জোন, চট্টগ্রাম অঞ্চলের খেলায় অংশগ্রহণ করতে পারবে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ৭ দিনব্যাপী ৯ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৭০ জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু সহ মোট ১১৮ জন দাবাড়ু অংশ গ্রহন করছে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক।

পূর্ববর্তী নিবন্ধএএফসি চ্যালেঞ্জ লিগে আজ কিরগিজ ক্লাব মুরাসের মুখোমুখি আবাহনী
পরবর্তী নিবন্ধসানরাইজ ও জেসিটি একাডেমির জয়