শিরিষ তলায় শানে মোস্তফা ও কাওয়ালি জলসা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

মাহে রবিউল আউয়াল উপলক্ষে শানে মোস্তফা ও কাওয়ালি জলসার আয়োজন করেছে কয়েকটি শিল্পীগোষ্ঠী। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম নগরীর সিআরবি শীরিষ তলায় বসে এই কাওয়ালি জলসা। এটিকে ঘিরে সিআরবিতে নেমেছে মানুষের ঢল। দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার শ্রোতা। দফ আর শিল্পীদের কোসারে যেন অন্য এক রূপ পেয়েছে সিআরবি।

কাওয়ালী জলসার আয়োজন করেছে চট্টগ্রামের পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদ। এতে গান পরিবেশন করেছে পারাবার শিল্পীগোষ্ঠী, পাঞ্জেরী শিল্পীগোষ্ঠী, দুর্নিবার শিল্পীগোষ্ঠী ও দর্পণ শিল্পীগোষ্ঠী। মঞ্চে একের পর এক কাওয়ালি গান পরিবেশন করেন চট্টগ্রামের ইসলামী ঘরোয়ানা শিল্পীরা। অনুষ্ঠানের শুরুর পর থেকে সিআরবি এলাকায় আসতে শুরু করে হাজার হাজার কাওয়ালিপ্রেমি শ্রোতারা। তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষও জড়ো হন মঞ্চের আশেপাশে। দফের তালে একের পর এক রাসুলের গানে শিল্পীদের সঙ্গে ঠোঁট মেলান তরুণ শ্রোতারাও।

পূর্ববর্তী নিবন্ধছাদে বস্তায় আদা চাষ, তিন হাজার কেজি উৎপাদনের আশা
পরবর্তী নিবন্ধবাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমাবেশ