শিরিন আক্তারের মৃত্যুতে চিটাগাং চেম্বারের শোক

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক সৈয়দুল মোস্তফা চৌধুরীর সহধর্মিণী শিরিন আক্তার (৬৯) গত ২৮ জানুয়ারি রাত ১১ টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ২৯ জানুয়ারি বাদ জোহর বাঁশখালী গুণাগরী ডলমপীর (.) সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শিরিন আক্তারের মৃত্যুতে চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেন এবং সকল কর্মকর্তাকর্মচারী গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমপ্রীতির চট্টগ্রাম গড়ার জন্য রাজনীতি করছি : সাঈদ আল নোমান
পরবর্তী নিবন্ধ‘আনোয়ারা-কর্ণফুলীতে কর্মসংস্থান ও পরিকল্পিত উন্নয়ন করা হবে’