সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ত্রিপুরা পাড়ার এক কৃষকের ফলন্ত শিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার সকালে তিনি জমিতে গিয়ে দেখতে পান তার জমির শিম গাছগুলো পড়ে আছে।
ক্ষতিগ্রস্ত কৃষক পদ্দ কুমার ত্রিপুরা বলেন, পাঁচ একর জমিতে তিনি আগাম সবজি শিমের আবাদ করেছেন। ইতিমধ্যে শিমগুলো বাজারজাত করার উপযোগী হয়েছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় শত্রুতাবশত দুর্বৃত্তরা তার জমির শিম গাছগুলো কেটে দেয়। জমির ভিতরে গিয়ে দেখেন তার অনেকগুলো শিম গাছের গোড়া কাটা অবস্থায় পড়ে আছে। পরে তিনি বিষয়টি স্থানীয়দের এবং স্থানীয় ইউনিয়ন কৃষি কর্মকর্তাকে জানান। এ ঘটনায় তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। একজন প্রান্তিক কৃষকের জন্য এটা অনেক বড় একটা ক্ষতি বলে জানান তিনি।
তবে কে বা কারা এই কাজ করেছে তা বুঝে উঠতে পারছেন না ক্ষেতের মালিক। তিনি বলেন, ভালো লাভের আশায় প্রায় পাঁচ একর জমিতে এ বছর আগাম শিম চাষ করেছি। জমির শিম একদিন বিক্রিও করেছি। জমির এতগুলো ফলন্ত শিম গাছ কেটে দেওয়ায় চরম সর্বনাশ হল।উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, পদ্দ কুমার একজন প্রান্তিক কৃষক। শিম খেত কেটে দেওয়ার বিষয়টি শুনেছি। শিম কাছের সাথে এ কেমন শত্রুতা? তাদেরকে বলা হয়েছে, থানায় অভিযোগ দেওয়ার জন্য।