শিব প্রসাদের পিএইচডি ডিগ্রি অর্জন

| বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বরমা কলেজের দর্শন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক শিব প্রসাদ শূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেটে এটি অনুমোদন লাভ করে। তার অভিসন্দর্ভের বিষয় ছিল ‘বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রচিন্তায় দ্বান্দ্বিক সংকট’। গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মোজাফফর আহমদ চৌধুরী। যুগ্ম তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর (অব.) ড. মো. বদিউর রহমান ও ড. ইকবাল শাহীন খান।
প্রসঙ্গত, শিব প্রসাদ শূর একই বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগের প্রফেসর ড. মো. বদিউর রহমানের তত্ত্বাবধানে ‘সূফি জীবন দর্শন : চট্টগ্রামে অঞ্চল ভিত্তিক এ দর্শনের প্রভাব পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য এমফিল ডিগ্রিও অর্জন করেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের অপচয় রোধে জেলা প্রশাসনের অভিযান
পরবর্তী নিবন্ধদুই দিন ধরে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী