সীতাকুণ্ড চন্দ্রনাথধামে শুরু হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ তিনদিনব্যাপী স্বাস্থ্যবিধি মেনে এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মেলা কমিটি। গতকাল সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মেলা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।
ফাল্গুনী চতুর্দশী তিথিকে ঘিরে আয়োজিত এ ধর্মীয় মেলায় প্রতিবছর দেশ-বিদেশের কয়েক লাখ তীর্থ যাত্রীর আগমন হয়ে থাকে। বৃহৎ এ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রশাসন ও মেলা কমিটির জন্য একটি চ্যালেঞ্জে পরিণত হয়। তবে দেশে মহামারি করোনার কারণে এবারে মেলায় তীর্থযাত্রী আগমন কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও স্বাস্থ্য বিধি মেনেই এবারের মেলা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করছে বলে মেলা কমিটি সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী জানান, এবারের মেলাতে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃংখলা বাহিনীর চারশ সদস্যসহ তিন’শ স্বেচ্ছাসেবক রয়েছে। সীতাকুণ্ড রেল স্টেশনে যাত্রীবাহী প্রতিটি ট্রেন তীর্থযাত্রীদের সুবিধার্থে দাঁড়াবে। এছাড়া মেলাঙ্গণের প্রায় দেড় কিলোমিটার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।
সাংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন দাশ, মেলা কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক সমীর কান্তি শর্মা, সহ-সভাপতি প্রেমতোষ দাশ, গোপাল পাল, মেলা কমিটির দপ্তর সম্পাদক অলক ভট্টাচার্য, অর্থ সম্পাদক পিন্টু ভট্টাচার্য, গৌতম অধিকারী, অমৃত ভৌমিক, নিতাই বণিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












