শিব চতুর্দশী মেলা শুরু আজ, তীর্থযাত্রীদের ঢল

সীতাকুণ্ড ও মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে চন্দ্রনাথ তীর্থে আজ বুধবার থেকে শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে। সীতাকুণ্ড শংকর মঠ ও মিশন প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। ইতোমধ্যে দেশের বিভিন্নস্থান থেকে তীর্থযাত্রীরা আসতে শুরু করেছেন। গহীন পাহাড়ের সরু বিপজ্জনক পথ অতিক্রম করে প্রায় ১২শ ফুট উঁচুতে পাহাড় চূঁড়ায় চন্দ্রনাথ মন্দির, স্বয়ম্ভুনাথ মন্দির, বীরূপাক্ষ মন্দিরে শিবের মন্দির দর্শন করবেন পুণ্যার্থীরা।

আজ বুধবার শিব চতুর্দশী তিথি সকাল ১০টা ২৫ মিনিট ৪৫ সেকেন্ডে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে। মন্দিরে যাওয়ার আগে ব্যাসকুণ্ডে স্নান করেন ভক্তরা। তারপর তারা পাহাড় চূড়ায় পূজা ও শিব স্নানে যোগ দিবেন। প্রতিবছর ফাগুন মাসের শিব চতুর্দশী তিথিতে (শিবরাত্রি) চন্দ্রনাথধামে তীর্থযাত্রীদের তিনদিনের এ মেলা বসে। এবারের মেলায় প্রায় ১০ লাখ তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা করছেন আয়োজকরা। সীতাকুণ্ড থানার ওসি মো. মুজিবর রহমান জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের বাড়বানল কুণ্ড, চন্দ্রনাথে ওঠার সড়কপথ, মন্দির সড়কপথ, মন্দির সড়ক থেকে চন্দ্রনাথধাম পর্যন্ত এলাকায় ৫শ’ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় সংযোজন হিসেবে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার।

সীতাকুণ্ড মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, মেলা কেন্দ্রিক সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।

মহেশখালী প্রতিনিধি জানান, মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পুজা উপলক্ষে শিবদর্শন ও ঐতিহ্যবাহী আদিনাথ মেলা আজ থেকে শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন প্রান্তের পূজারীরা আদিনাথ মন্দির স্থিত মৈনাক পর্বতের পাদদেশে আসতে শুরু করেছে। ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা অনুষ্ঠিত হবে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি মো. হেদায়েত উল্যাহ বলেন, শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা সুষ্ঠু, সুন্দর ও নিরাপত্তার সাথে সম্পন্নের লক্ষ্যে ইতিমধ্যে প্রশাসনিকভাবে সকল প্রকার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিটি কলেজ বাংলা মাস্টার্স ৯৬ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধআহলে সুন্নাত ওয়াল জামাআতের ফ্রি মেডিকেল ক্যাম্প