শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী ইকরাম গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানা পুলিশ ৫ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে লালদীঘি পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। তিনি শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী। গত দুই মাস আগে তিনি সংযুক্ত আরবআমিরাত থেকে দেশে ফিরেছেন।

গ্রেপ্তারকৃত ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ একরামুল হক পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেটের মো. ইসহাক মিয়ার ছেলে। পুলিশ জানায়, ইমতিয়াজ দীর্ঘদিন বিদেশে ছিলেন। গত দুই মাস আগে দেশে এসেছেন।

পূর্ববর্তী নিবন্ধকুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের হাত ধরে এসেছে দেশের সকল অর্জন