ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার নগরীর শহীদ ইমরান খান রাজীব মিলনায়তনে সদস্য সমাবেশের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের নব মনোনীত সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাইমুনুল ইসলাম মামুন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাকিবুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












