সীতাকুণ্ড পৌরসভার শিবপুর ক্রীড়া সংস্থা আয়োজিত মরহুম কাউন্সিলর জুলফিকার আলী শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত শুক্রবার হামিদ উল্লা স্কুল মাঠে সমাপনি খেলায় গ্রীন ওয়ারিয়র্স এস.কে.এম ১-০ গোলে বৌদ্ধ পুকুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদাররুল আলম।
সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র বদিউল আলম, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দির রেহান, পৌর কাউন্সিলর শাহ কামাল চৌধুরী, দিদারুল আলম এ্যাপোলো, লেয়াকত আলী সেলিম প্রমুখ।