শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস্‌ এসো’র নির্বাচন সম্পন্ন

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস্‌ এসোসিয়েশন (বিএসবিওএ)’র দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে এম. শামসুজ্জামান (রাসেল) । এছাড়া মোস্তাফিজুর রহমান ১ম ভাইস- চেয়ারম্যান ও মো. নাছির উদ্দিন ২য় ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পরিচালকগন হলেন জসিম উদ্দীন ভূঁইয়া, এ এফ এম শওকত আহমেদ, খলিলুর রহমান (নাহিদ), সরওয়ার হোসেন সাগর, আসাদ খান, মোহাম্মদ দস্তগীর, মিল্লাত হোসেন (লিটন), নুর-উন-নবী (ইমরান) ও জহির উদ্দিন জুয়েল।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তারেক কামাল সদস্য এস এম এনামুল হক ও সদস্য আশীষ ভট্টাচার্য নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে জিলানীতে দুই দিনব্যাপী ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল
পরবর্তী নিবন্ধবরিশাল থেকে অপহৃত স্কুলছাত্রী মীরসরাইয়ে উদ্ধার