শিপ রিসাইক্লিং সেক্টরে নারীর অংশগ্রহণ বাড়াতে ক্যারিয়ারস ফেয়ার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১১:২৮ পূর্বাহ্ণ

শিপিং খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু’তে গতকাল অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ারস ফেয়ার ফর উইম্যান ইন দ্যা শিপ রিসাইক্লিং’। শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ফেয়ারের সহআয়োজক ছিল ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), রয়েল নরওয়েজিয়ান অ্যাম্বেসি ঢাকা এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লেলারস এসোসিয়েশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটারভেন্ডসেন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লেলারস এসোসিয়েশনের সভাপতি আবু তাহের, উইম্যান’স ইন্টারন্যাশনাল শিপিং এন্ড ট্রেডিং এসোসিয়েশন (ডব্লিআইএসটিএ) বাংলাদেশের প্রেসিডেন্ট রাইমা চৌধুরী এবং চট্টগ্রাম উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান। অনুষ্ঠানে রাইমা চৌধুরী বলেন, শিপ রিসাইক্লিং সেক্টরে নারীরা এডমিন ও হেলথ অ্যান্ড সেফটি বিভাগে কাজ করতে পারে।

নিশাত ইমরান বলেন, নারীরা যখন ঋণের জন্য আবেদন করেন, তখন ব্যাংক ঋণের গ্যারান্টার হিসেবে পুরুষদের অগ্রাধিকার দেয়। এতে নারীরা সামনের দিকে এগোতে পারে না।

অনুষ্ঠানে উইম্যান’স ইন্টারন্যাশনাল শিপিং এন্ড ট্রেডিং এসোসিয়েশন (ডব্লিআইএসটিএ) সদস্য, এশিয়ান উইম্যান ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিসহ আরো বেশ কিছু ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি কমিশনারকে বিভাগীয় ও জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধ৩য় বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড় রেজিস্ট্রেশন ও দলবদল কার্যক্রম প্রসঙ্গে