শিপ ব্রেকিং ইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

 

সীতাকুণ্ড প্রতিনিধি ম

সীতাকুণ্ডে একটি পুরাতন জাহাজ ভাঙা ইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিয়াম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় সাগর উপকূলে সাবেক সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মো. হারুনের ছেলে।

ওই ইয়ার্ডের দায়িত্বরত মো. ইদ্রিস বলেন, সিয়াম রাত ১১টার দিকে আরো কয়েকজন সঙ্গীসহ শিপ ইয়ার্ড থেকে বিদ্যুতের ক্যাবল খুলে আনতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।

এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধপোড়া ঘরে স্ক্র্যাপ কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ