শিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের আইনে আওতায় আনার দাবি স্কপের

| সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫১ অপরাহ্ণ

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রকৃত ঘটনা অনসন্ধানপূর্বক দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম নেতৃবৃন্দ।

গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে বিস্ফোরণের প্রকৃত ঘটনা অনুসন্ধানপূর্বক তা প্রকাশ করে দায়ীদে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে ও হতাহত শ্রমিকদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বার বার শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু কোনো ঘটনারই বিচার হয় না। এভাবে চলতে থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

আমরা আশঙ্কা করছি উক্ত ঘটনায় কর্তৃপক্ষ হতাহতের সঠিক তথ্য আড়াল করছেন। এস এম কর্পোরেশন হংকং কনভেনশন ও বাংলাদেশ শীপ ইয়ার্ড নীতি না মানার কারণে এই বিস্ফারণ ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে পাচারের সময় মীরসরাইয়ে ইলিশ জব্দ
পরবর্তী নিবন্ধনেতৃবৃন্দের আগমনে করা যাবে না মোটর শোভাযাত্রা, থাকবেনা ব্যক্তিগত পোস্টার-ব্যানার