শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শিপিং প্রফেশনাল ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার উষ্ণতা ছড়ানোর মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্লাবের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্লাব সভাপতি আজমীর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক জাহিদ হোসেন, সাইফুল কাদের, মাইনুদ্দিন, সাদেকুর রহমান, মহিউদ্দিন ভূঁইয়া, কাজী হাসিবুল হাসান, মাহমুদুল কবির ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ভবিষ্যতেও এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।











