শিপিং এজেন্টস এসোর প্রার্থী তালিকা চূড়ান্ত

নির্বাচন ৯ অক্টোবর ২৪ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। দুইটি পৃথক গ্রুপ থেকে ২৪টি পদের বিপরীতে সর্বমোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঐক্য পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। সম্মিলিত পরিষদ আংশিক প্যানেল এবং একজন প্রার্থী এককভাবে প্রার্থীতা করছেন। আগামী ৯ অক্টোবর নেভি কনভেনশন সেন্টারের সাগরিকা হলে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

২০২৫২৭ মেয়াদের এই নির্বাচনে ঐক্য পরিষদ থেকে চেয়ারম্যান পদে ক্যাপ্টেন এমডি সালাহ উদ্দিন চৌধুরী সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আজিম রহিম চৌধুরী ও এমডি আলী আকবর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মশিউল আলম ও ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত করেছেন। এছাড়া জেনারেল ক্যাটাগরির পরিচালক পদে ক্যাপ্টেন মোহাম্মদ আলী, অঞ্জন মজুমদার, কাজী মনসুর উদ্দীন, শরফরাজ কাদের, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন খান (হাসান), মোহাম্মদ আব্দুল কুদ্দুস, নূর উন নবী, এস এম এনামুল করিম, আকিব হাসনাত, মোহাম্মদ শফিউল আলম, এ টি এম জহিরুল ইসলাম, মোহাম্মদ আনোয়ারুল কবির কামরুল এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে পরিচালক পদে মুয়াম্মার আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ শাহীন, ফরহাদুল আলম চৌধুরী, মোহাম্মদ মনসুর আলী এবং মাসুদ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপর প্যানেল সম্মিলিত পরিষদ থেকে চেয়ারম্যান পদে আহসান ইকবাল চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল মালেক ও জহুর আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে আক্তার কামাল চৌধুরী, জেনারেল ক্যাটাগরির পরিচালক পদে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আহমেদ তাসিন আসাদুল্লাহ, মোহাম্মদ শহীদ উল্লাহ চৌধুরী এবং এসোসিয়েটস ক্যাটাগরির পরিচালক (এসোসিয়েটস) পদে জুনাইদ আহমেদ রাহাত প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুইটি গ্রুপের কোনটিতে না গিয়ে চেয়ারম্যান পদে এককভাবে লড়ছেন আহসানুল হক চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধ৫ বছর পর চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট
পরবর্তী নিবন্ধপ্রায় প্রতিরাতে লোকালয়ে নেমে আসে বুনো হাতির পাল