বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) ২০২৫–২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ ও সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মোহাম্মদ আনোয়ার হোসাইনের দায়ের করা সিভিল পিটিশন ফর লিভ টু আপীল মামলায় দেওয়া আদেশে আদালত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখের হাইকোর্ট বিভাগের রায় এবং সেই রায়ের ভিত্তিতে জারি করা সার্কুলার অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচন ও ফল প্রকাশ সংক্রান্ত সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। মামলায় প্রতিপক্ষ হিসেবে রয়েছেন মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা।
আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক গত ২৯ ডিসেম্বর দেওয়া আদেশে বলেন, মামলার বিষয়বস্তুর ওপর আগামী ১১ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে। একইসঙ্গে, লিভ টু আপিল আবেদনটি আগামী ১১ জানুয়ারি শুনানির জন্য তালিকার শীর্ষে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর ফলে, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের নির্বাচনের ফলাফল ও তার ভিত্তিতে গৃহীত যেকোনো প্রশাসনিক সিদ্ধান্ত আপাতত কার্যকর করা যাবে না বলে আইনজীবীরা জানিয়েছেন। এই আদেশের ফলে সংগঠনটির নেতৃত্ব নির্ধারণ নিয়ে যে বিরোধ তৈরি হয়েছিল, তা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্থগিত থাকবে এবং বিদ্যমান পরিস্থিতিই বহাল থাকবে বলেও আইনজীবীরা জানিয়েছেন।
উল্লেখ্য, এক পক্ষের বর্জনের মধ্য দিয়ে গত ২৮ ডিসেম্বর বিএসএএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।












