শিগগির মেয়ে ফুটবলারদের বেতন সমস্যার সমাধান হবে : প্রেস সচিব

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১১:১৭ পূর্বাহ্ণ

নেপালে দশরথ রঙ্গশালা ফুটবল স্টেডিয়ামে স্বাগতিকদের ২১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। ফুটবলে ছেলেদের পেছনে ফেলেছেন সাবিনা খাতুনরা। অথচ গত কয়েক বছরে বাফুফে যে সাফল্যের বড়াই করে তা শুধুই মেয়েদের কারণেই। অথচ এই সোনার মেয়েদের ভাগ্যে জোটে না মূল্যায়ন। দুই মাস ধরে বকেয়া রয়েছে প্রাপ্য বেতনও। এমনকি ক্রিকেটাররা যে সুযোগ সুবিধা পান, তার ধারে কাছেও নেই মেয়ে ফুটবলাররা। মেয়ে ও ছেলেদের বেতনের বৈষম্য নিয়ে কেবিনেটে কথা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সঙ্গে আলাপ আলোচনা করে এ বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

দুই মাস সাফজয়ী মেয়েদের বেতন না হওয়া প্রসঙ্গে শফিকুল আলম গতকাল বলেন, কেবিনেটে মেয়ে ফুটবলারদের ধন্যবাদ জানানো হয়েছে। কিছু কিছু পত্রিকা বলছে দুই মাস বেতন পাচ্ছেন না তারা। এটা সালাউদ্দিনের আমলের সমস্যা। তবে আমরা দ্রুত সমাধান চাচ্ছি। মেয়েদের বেতন নিয়মিত হওয়ার বিষয়ে একটা ঘোষণা দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বারকোড বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধমোস্তাফিজকে ছেড়ে দিলো চেন্নাই