শিখর স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় চন্দনাইশে উপজেলার হাশিমপুর ৭ নং ওয়ার্ডে আদর্শ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত মূল্যবোধসম্বলিত শিক্ষা নিশ্চিতকরণ অঙ্গীকারে ২০১৯ সালে শিখর স্বপ্নপূরণ পাঠশালা স্থাপিত হয়। গতকাল শিখর স্বপ্নপূরণ পাঠশালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শিখররের প্রচার সম্পাদক আল-শাহরিয়া রাফি ও ক্ষুধার্তের জন্য খাদ্য প্রজেক্টের পরিচালক সাইফুল আলম তুষারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
পাঠশালার পরিচালক সানজিদা ইয়াছমিন নিঝুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিখর চন্দনাইশ শাখার পরিচালক নাসরিন জাহান নদী। এতে প্রধান অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী।
উদ্বোধক ছিলেন চন্দনাইশ থানার কর্মকতা হিরু বিকাশ দে। বিশেষ অতিথি ছিলেন ঢাকা আহছানিয়া মিশন চন্দনাইশের প্রোগাম ম্যানেজার প্রভাত তনচংগ্যা, প্রোগাম সুপারভাইজার সাইফুল আলম, শিখরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদুর রহমান, জয়ন্ত বড়ুয়া, রাজিব হোসেন রিফাত, আরফাত রহমান, সাজ্জাদ হোসেন, ইয়াছমিন আক্তার, শফিউল আলম রাকিব, মো রনি ইসলাম, রাফিয়া কাস্পি, রাকিবুল হাসান, সালমা আক্তার, কাসপি, মো. সুজন, জেবু, জগুন, আঁখি, তানহা প্রমুখ।
শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবার ও প্রতি মাসের শেষ শুক্রবারে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।বর্তমানে পাঠশালায় ৬২ জন শিক্ষার্থী রয়েছে যাদেরকে নিয়মিত ক্লাস, নাস্তা, শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।