সিআরবিস্থ একটি রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের ৫ম বর্ষপূর্তি সংগঠনের সভাপতি আব্দুস সামাদ রিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন রিফাত ও রাফিয়া কাশফির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সম্পাদক মেহেরাজ আলী মুন্না। সংগঠনের চেয়ারম্যান মাসুদুর রহমান সেবাবর্ষের কার্যকরি পরিষদ ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সাংগঠনিক দক্ষতা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন লিও আফিফা ইসলাম ও নোমান উল্লাহ বাহার। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গাউসিয়া কমিটি, দোহাজারী ব্লাড ব্যাংক, স্বপ্নের তরী সাংস্কৃতিক সংসদ, পটিয়া ব্লাড ডোনেট ক্লাবসহ ২৫ টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। কোভিড চলাকালীন জনস্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়াকে সংবর্ধিত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
উদ্বোধক ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওন চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন শিখরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদুর রহমান, জয়ন্ত বড়ুয়া, আজিজুল হক, মাহতাব রুমি, মনিরুল ইসলাম, প্রিয়াংকা বড়ুয়া, শাহেদুল আলম নকিব, জাহেদুল ইসলাম, সুস্মি মনি, শাহরিয়ার হাসান রাজ, আল-শাহরিয়া রাফি, নুসরাত জাহান রিয়া, আব্দুল হামিদ, গিয়াস উদ্দীন সুমন, নাফিসা সুলতানা নিলা, চৌধুরী সানজি, নাসরিন জাহান নদী, সানজিদা ইয়াছমিন নিঝুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।