শিক্ষিত যুবকরা সোচ্চার হলে দেশ এগিয়ে যাবে

ফারাজ করিমের সংবর্ধনায় ড. অনুপম সেন

রাউজান প্রতিনিধি | সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেন বলেছেন- শিক্ষিত যুবকরা যার যার অবস্থান থেকে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে দেশ এগিয়ে যাবে। সমাজ থেকে অপরাধ দূর হবে। গতকাল রাউজানের হলদিয়া ইয়াছিন শাহ কলেজ মাঠে তরুণ সমাজকর্মী ফারাজ করিমের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত অভিমত ব্যক্ত করেন। উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের ব্যবস্থাপনায় হলদিয়াবাসীর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। সদস্য সচিব এসএম বাবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান রণজিৎ ধর। ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের পৃষ্ঠপোষক ফারাজ করিম চৌধুরী বলেন- অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে মানবিক কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকতে চাই। এলক্ষ্যে শিক্ষিত তরুণদের সংগঠিত করে সেন্ট্রাল বয়েজ অব রাউজানকে নিয়ে কাজ করে যাচ্ছি। এই সংগঠনের তরুণরা ইতোমধ্যে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এই প্রাপ্তি রাউজানবাসীকে সম্মানিত করেছে। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মুহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি স্বপন দাসগুপ্ত, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, এএসএম হোসাইন, ইয়াছিন আবরার চৌধুরী তৌকি,তাজনুবা হায়দর চৌধুরী, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ, আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধপেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আড়ালে ইয়াবার ব্যবসা