রাউজান উত্তর গুজরা নিবাসী স্বর্গীয় সুনিল কান্তি বিশ্বাসের সহধর্মিণী নেলী চৌধুরী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩:৪৭ মিনিটে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দুই পুত্র, পুত্রবধু ও নাতি–নাতনীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। প্রয়াত নেলী চৌধুরী ছালেহ্ জহুর সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেনের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা ছিলেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নগরীর বলুয়ারদীঘি পাড়স্থ অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের দাহকার্য সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।












