বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, উন্নত দেশ না। এদেশের কোটি মানুষ এখনো নিরক্ষর। জনসংখ্যার অধিকাংশ নিম্ন–মধ্যবিত্ত। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি যেসব বিষয়ের উপর নির্ভর করে তার মাঝে অন্যতম হলো শিক্ষা। কিন্তু, নিম্ন–মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এদেশের শিক্ষার পথ ক্রমাগত কঠিন হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ফি, মাসিক বেতন, সেশন ফি, পরীক্ষার ফি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সম্প্রতি শিক্ষার্থীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। বই, খাতা, কলম, পেন্সিল, ইরেজার, স্কেল, জ্যামিতিবক্স থেকে যাবতীয় শিক্ষা সামগ্রীর দাম আকাশচুম্বী। নিম্ন–মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য পড়ালেখা এখন স্বপ্নের মতো হয়ে যাচ্ছে। শিক্ষা সামগ্রীর ব্যয় বৃদ্ধির ফলে অনেক শিক্ষার্থী অকালে ঝরে যাচ্ছে। যা এদেশের জন্য কল্যাণকর কোনো বিষয় নয়। কেননা, শিক্ষায় জাতির মেরুদণ্ড। তাই, নিম্ন–মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে, শিক্ষা সামগ্রীর দাম শিগগিরই কমানো হোক।
মুহাম্মাদ রিয়াদ উদ্দিন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।