বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা গত ২৩ নভেম্বর নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাকশিস কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি ও সদ্য বিদায়ী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে সদ্য প্রয়াত বাকশিস–এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ হোসেন ও মহানগর সহ–সভাপতি উপাধ্যক্ষ এস এম আইয়ুবসহ মুক্তিযুদ্ধ, শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় নব নির্বাচিত বাকশিস চট্টগ্রাম জেলা কমিটি ও মহানগর কমিটির কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেন অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী এবং তাদের ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাকশিস চট্টগ্রামের প্রাক্তন নেতৃবৃন্দ। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান ও অধ্যাপক তাসকিয়াতুন নুর তানিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, অধ্যাপক ফাউজুল কবির, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যক্ষ মুসা সিকদার, উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যাপক অরুণ কুমার তালুকদার, অধ্যক্ষ আবদুল কাদের, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, অধ্যাপক সুকুমার দত্ত, উপাধ্যক্ষ খালেদা আখতার, অধ্যাপক কানু কুমার দে। শুভেচ্ছা বক্তব্য দেন, নব নির্বাচিত চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ, মহানগর সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর সিদ্দিকী।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোনীত হওয়ায় বাকশিস চট্টগ্রাম মহানগর শাখার বিজ্ঞান, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়াকে শুভেচ্ছা জানানো হয়। সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী বেসরকারি শিক্ষকদের জীবন মান উন্নয়নে ১২ দফা দাবি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
তিনি যে কোনো মূল্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ আন্দোলনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাকশিস–এর সকল নেতৃবৃন্দের ইস্পাত কঠিন দৃঢ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।