পাঁচলাইশ আবাসিকস্থ ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সন স্কুল সিভা–ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের ৮ বছর পূর্তি উপলক্ষে ৯ ডিসেম্বর সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের আমন্ত্রণে নগর ভবনে মেয়রকে সাথে নিয়ে স্কুল শিক্ষক, শিক্ষিকা ও ম্যানেজমেন্টের উপস্থিতিতে কেক কেটে স্কুলের ৮ বছর উদযাপন করা হয়।
শুরুতে সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান মুরাদ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মেয়রকে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু। এ সময় আরও উপস্থিতি ছিলেন কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডা. এস এম সারওয়ার আলম। পরে সিভা স্কুলের শিক্ষক, শিক্ষিকারা মেয়রকে শিশুদের আঁকা কিছু চিত্রকর্ম উপহার দেন। মেয়র শিশুদের নিয়ে স্কুলের কার্যক্রমের প্রশংসা করে সুবিধাজনক সময়ে স্কুলে ক্যাম্পাস ভিজিট করার ইচ্ছা পোষণ করেন ও সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় মেয়র বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে জোর দিতে হবে নৈতিক শিক্ষায়। আমাদের শিক্ষকরা এ বিষয়ে মনোযোগী হলে আমরা একদিন দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো। প্রেস বিজ্ঞপ্তি।