শিক্ষা বিস্তারে অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের অবদান স্মরণীয়

স্মরণসভায় বক্তারা

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের খ্যাতিমান শিক্ষাবিদ, প্রাবন্ধিক, মানবতাবাদী ও ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইতিহাসবিদ অধ্যক্ষ ইউনুচ কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে চকবাজারস্থ একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান আলোচক ছিলেন ইতিহাস গবেষক ও লেখক সোহেল মো. ফখরুদ-দীন। আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যাপক দিদারুল আলম, মোহাম্মদ নাজমুল হক শামীম, উদয়ন বড়ুয়া, কবি শিহাব ইকবাল, জসিম উদ্দিন, পারভেজ আলম, সুমন বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান চট্টগ্রামের প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় প্রাবন্ধিক হিসেবে একটি পরিচিত নাম। শিক্ষাবিস্তারে এই মানুষটির অবদান স্মরণীয়। ষাটের দশকের ছাত্র রাজনীতি, বায়ান্নের ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা আন্দোলনে অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের অবদান জাতি কখনো ভুলবে না। তিনি লেখালেখির মাধ্যমে মাওলানা ভাসানী, ইমাম আবুজর গিফারী (রহ.), মরমী সাধক হাছন রাজা ও লালনের মরমীবাদ মানুষের কাছে তুলে ধরেছেন। বক্তারা চকবাজার এলাকাতে অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের নামে একটি সড়ক অথবা একটি এভিনিউ নামকরণে চসিক প্রশাসক সুজনের সুদৃষ্টি কামনা করেছেন।
ভাসানী অনুসারী পরিষদ : ভাসানী অনুসারী পরিষদ সংগঠনের প্রয়াত দুই নেতা আইনজীবী কবির চৌধুরী ও অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান স্মরণে শনিবার সকালে কবর জেয়ারত, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমান গণি চৌধুরী, অধ্যক্ষ মুসা সিকদার, কাশেম শরীফ, চৌধুরী মোহাম্মদ হাশেম, সৈয়দ আবু তাহের, সেলিম নূর, মহিউদ্দিন বকুল, হাজী মকবুল হোসেন, মাওলানা আবদুল মোমেন, আবুল কালাম চেয়ারম্যান, মাস্টার কফিল উদ্দিন, মোহাম্মদ মিটু, সৈয়দুল আলম, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, মোখতার আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ৪শত লিটার মদ উদ্ধার গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধবান্দরবানে চারটি উন্নয়ন কাজ উদ্বোধন