শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

| বুধবার , ২ জুন, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

অবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল চট্টগ্রামে প্রতীকী ক্লাস করেছে সাধারণ শিক্ষার্থীরা। নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে বেলা ১১টায় এই ক্লাস শুরু হয়। শিক্ষার্থীদের ক্লাস নেন বাঁশখালী ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক কানাই লাল দাশ। ক্লাস শেষে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, করোনাকালে শিক্ষার্থীদের বেতন মওকুফসহ পাঁচ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। প্রতীকী ক্লাস সঞ্চালনা করেন মোস্তফা হাকিম কলেজের শিক্ষার্থী ইমরান চৌধুরী। এতে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন চবি শিক্ষার্থী রাজেশ্বর দাশগুপ্ত, গৌরচাঁদ ঠাকুর, জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা চলমান ধারাবাহিক কর্মসূচির সাথে যুক্ত হয়ে অধিকার রক্ষার এই আন্দোলনকে বেগবান করতে সকল স্তরের শিক্ষার্থীদের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্নেলহাট থেকে অপহৃত কলেজছাত্রী গাবতলীতে উদ্ধার, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার