শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১১:৫৮ পূর্বাহ্ণ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন অস্বাভাবিক হওয়ার উপক্রম হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া জরুরি।
চট্টগ্রাম অভিভাবক ফোরাম : শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম অভিভাবক ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অহিদুন্নবী চৌধুরী বাবু, মো. জানে আলম চৌধুরী, মর্তূজা কামাল মুন্সী, কাজী মোহাম্মদ মঈনউদ্দীন, কাজী মো. মোবারক হোসেন, সাজেদুল আলম, অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল, ফিরোজ চৌধুরী, অধ্যক্ষ নুরুল ইসলাম, মো. ইমতিয়াজ আহমেদ, ব্যবসায়ী নুরুল ইসলাম, সাজেদুল করিম, মঈনুল আলম, শাহনেওয়াজ রুমেল, আবদুল আহাদ মিটু, মাজহারুল ইসলাম, মইনুল হোসেন চৌধুরী, মনির হোসেন ও মো. জাবেদ।
এ সময় ফোরামের আহ্বায়ক মো. সোলায়মান বলেন, কোভিড-১৯ বাংলাদেশে শনাক্ত হওয়ার পর প্রায় ১৪ মাসের বেশি সময় ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পর্যায়ক্রমে সকল দেশের অন্যান্য প্রতিষ্ঠান চালু হয়েছে। সবকছু স্বাভাবিক হতে চলেছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের সন্তানদের স্বাভাবিক জীবনযাপন অনেকটা অস্বাভাবিক হয়ে যাওয়ার উপক্রম। তাদের মধ্যে প্রকার অস্থিরতা বিরাজ করছে। অনলাইন ক্লাসের আড়ালে অনেকে ভিডিও গেমসসহ অন্যান্য নিষিদ্ধ বিষয়ে আসক্ত হয়ে পড়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া জরুরি।
দারুল মুস্তফা মডেল মাদরাসা : দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে তরুণদের অনলাইন গেমের প্রতি আসক্তি, স্বাস্থ্যের অবনতি ও অসামাজিক হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ নঈমুল ইসলাম। ৩১ মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব তামাকমুক্ত দিবসে চন্দনাইশে সভা
পরবর্তী নিবন্ধপানিসম্পদ উপমন্ত্রীর সাথে জেলা পরিষদ সদস্য আখতার পারভেজের সাক্ষাৎ