স্কুল কলেজ অনির্দিষ্টকালের বন্ধ চলছে। ছাত্ররা কেউ শিশু শ্রমে লিপ্ত হয়েছে। ছাত্রীগুলোর বাল্য বিবাহ হচ্ছে অহরহ। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের অবস্থাও খুবই নাজুক। তৃতীয় বিশ্বের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনির্দিষ্টকালের বন্ধ কত ছেলেমেয়েদের শিক্ষা জীবন শেষ হবে সরকারের ধারণা আছে! সরকার তার উপর বেতন আদায় করছে। করোনায় কোন ক্লাস নেই পরীক্ষা নেই স্যাররা অনলাইন ক্লাসেও নেই, যে কয়জন নিয়েছেন কয়টা নিয়েছেন! অথচ বেতন তারা বরাবরই নিচ্ছেন। এই ছাত্র-ছাত্রীদের বলা হচ্ছে, তারা বেতন না দিলে শিক্ষকদের বেতন কোথায় পাবে! তারা চলবে কি করে। কথাটা যৌক্তিক। সরকার শুধু একদিকটাই ভাবছে কিন্তু ক্লাস পরীক্ষা ছাড়া অহেতুক এত টাকা বেতন এই ছাত্র-ছাত্রীরা কোত্থেকে দেবে! সেটা কি সরকার ভাবছে? সবকিছু স্বাভাবিক শুধু শিক্ষা প্রতিষ্ঠানে সব করোনা! কিছু সরকারি শিক্ষক বসে বসে আয়েশে বেতন খাবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিরোধিতা করে নানান যুক্তি দেখাচ্ছেন। তারা কি জানেন সাধারণগরীব শিক্ষার্থীদের কি অবস্থা!
সিরাজুল মুস্তফা, চট্টগ্রাম