শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ

আজাদী ডেস্ক | বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৯ পূর্বাহ্ণ

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা সংশ্লিষ্ট দফতর ও সংস্থাকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এই নির্দেশনা দিলেও সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে মাউশি। বুদ্ধিজীবী দিবস পালনের সিদ্ধান্তটি দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি। এর আগে গত ১৬ নভেম্বর কমিটির আহ্বায়ক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সই করা চিঠিতে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ১৯৯
পরবর্তী নিবন্ধযাবজ্জীবন মানে ৩০ বছরের জেল