শিক্ষা প্রতিষ্ঠানে ইনার হুইল ক্লাব সী কুইনের অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ঢাকার মাইলস্টোন স্কুলের ট্র্যাজিডির পর ইনার হুইল ক্লাব অব সী কুইন ডিস্ট্রিক ৩৪৫ সিটি মেয়রের সম্মতি নিয়ে চট্টগ্রামের ইনার হুইল ক্লাবকে নিয়ে ২৫টি স্কুলে ১০১টি অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি নগরীর বন্দরটিলায় মোহাম্মদীয় প্রাইমারি স্কুলে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক ৩৪৫ এর চেয়ারম্যান মোশাইলা করিম। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক ৩৪৫ এর প্রতিষ্ঠাতা দিলরুবা আহমেদ ও সম্প্রসারণ সংগঠক খালেদা আওয়াল। এছাড়া চট্টগ্রামের সকল ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফরহানাজ কাইয়ুম, স্কুলের প্রধান শিক্ষক সামসুন নাহার, ইনার হুইল ক্লাব অব সী কুইনের চাটার্ড প্রেসিডেন্ট সৈয়দা জিনাত আরা নিপুন ও প্রেসিডেন্ট সৈয়দা শাহনাজ আলম বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকে সংগীত শিক্ষক পদ ফিরিয়ে আনার দাবিতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধবিভ্রান্ত করার কোনো সুযোগ নেই, জনগণের মার্কা ধানের শীষ