জিনিয়াস মেধাবৃত্তি কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যাপক ভূমিকা রাখছে মন্তব্য করে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষা ছাড়া প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকা যাবে না। তাই জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।
গতকাল শনিবার নগরীর এলজিইডি মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, তোমরা বড় হও, মানুষ হও, মানবিক হও, মহৎ হও। বঞ্চিত, নিরন্ন, অভাবী মানুষকে বুকে ঠাঁই দিয়ে এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোল। আমার বিশ্বাস, তোমাদের হাত ধরেই এই দেশ সোনার বাংলায় পরিণত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদ। আশিক আরেফিন ও বিলকিছ আকতারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, লেখক–গবেষক অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ইতিহাস গবেষক জামাল উদ্দিন, জিনিয়াস উপদেষ্টা মুহাম্মদ আবু ছৈয়দ সিআইপি, ওপেলা গ্রুপের চেয়ারম্যান লায়ন মো. সাজ্জাদ উদ্দিন, লেখক রেবা বড়ুয়া প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনিয়াসের যুগ্ম সচিব সুশান্ত কুমার শীল, সাংগঠনিক মুহাম্মদ রিদওয়ানুল হক, দপ্তর সম্পাদক রাশেদুল আলম চৌধুরী, নাট্যজন মীর জুবেদ, মিডিয়া সেক্রেটারি ইমরান বিন ইসলাম, দিদারুল ইসলাম, মুহাম্মদ নাছিম উদ্দিন, মুহাম্মদ সাহেদুর রহমান, দিদারুল ইসলাম, ইমতিয়াজ রহমান খান, ইরতেজাউর রহমান, সানজিদা শাহরিন, তানজিম আহমেদ ও সাঈদ মো. সাইমুন সাকিব। অনুষ্ঠানে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।